রংপুরের পীরগাছায় সেনাবাহিনীর 'ম্যাচওয়েটার' পদের ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার সময় ৩ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, প্রতারণার কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আশরাফুল আলম পলাশ। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কৈকুড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন: বগুড়ার সোনাতলা উপজেলার আতিকুল ইসলাম (২২) ও হরিপদ রায় (৪৫) এবং গাইবান্ধার সাঘাটা উপজেলার আতিকুর রহমান হাদী (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পীরগাছা উপজেলার কৈকুড়ীর আমজাদ হোসেনের ছেলে আজিজুল হককে (২২) সেনাবাহিনীতে চাকুরি দেওয়ার কথা বলে ৫ লাখ টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। গতকাল শুক্রবার 'ম্যাচওয়েটার' পদের একটি নিয়োগপত্র দিয়ে আরও টাকা দাবি করা হয়। এতে আমজাদ হোসেনের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দ্রুত আমজাদ হোসেনের বাড়িতে গিয়ে তাদের আটক করে। এ ঘটনায় আমজাদ হোসেন বাদি হয়ে পীরগাছা থানায় একটি মামলা করেছেন।
রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আশরাফুল আলম পলাশ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা প্রতারণার কথা স্বীকার করেছে। এঘটনার সঙ্গে অন্য কেই জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
রাজশাহীর সময় /এএইচ