রাজশাহী নগরীতে শীর্ষ মাদক কারবারী বদি গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 29-01-2022

রাজশাহী নগরীতে শীর্ষ মাদক কারবারী বদি গ্রেফতার

রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ৮৫ বোতল ফেনসিডিলসহ চন্দ্রিমা থানা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারী সুমন ওরফে বদি (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৯ জাননুয়ারি) দুপুর ২টার দিকে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে নগরীর হজের মোড় নার্সারি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত মাদক কারবারী নগরীর বোয়ালিয়া মডেল থানার বালিয়া পুকুর এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান আলীর  নেতৃত্বে আটককৃত মাদক কারবারী বদির হজের মোড় এলাকার ভাড়া করা একটি ফ্লাট বাড়িতে অভিযান চালায়। এসময় বদির হেফাজতে থাকা একটি বাজার করা কাপড়ের ব্যাগের ভেতর থেকে ৮৫ বোতল ফেনসিডিল জব্দ করে। উদ্ধারকৃত ফেনসিডিলের সিজার মুল্য প্রায় ১ লাখ ১০ হাজার টাকা। 

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান আলী জানান, আটককৃত মাদক কারবারী বদি দীর্ঘদিন থেকে ফেনসিডিল ব্যবসার সাথে জড়িত। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ও গোদাগাড়ীর শীর্ষ মাদক কারবারীদের সাথে সম্পর্ক রাখায় রাজশাহী নগরীরর বিভিন্ন অঞ্চলে মাদকের চালান সরবরাহ করছে। 

সুমন অরফে বদি রাজশাহীর মাদকসিন্ডিকেটে জড়িত থাকায় নগরীর বিভিন্ন প্রন্তে বিশাল মাদক কারবারীর নেটওয়ার্ক তৈরি করেছে।

আটককৃত শীর্ষ মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

রাজশাহীর সময় /এএইচ

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]