রাবিতে ইংরেজি ভাষা শিক্ষায় ইয়ারফ আলী (লর্ড) প্রথম শ্রেণিতে প্রথম


স্টাফ রিপোর্টার: , আপডেট করা হয়েছে : 18-06-2022

রাবিতে ইংরেজি ভাষা শিক্ষায় ইয়ারফ আলী (লর্ড) প্রথম শ্রেণিতে প্রথম

মোঃ ইয়ারফ আলী (লর্ড) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজ (IEOL) হতে ইংরেজি ভাষা শিক্ষায় ২০২০-২০২১ সেশন-এর এম এ ফাইনাল পরীক্ষায় সিজিপিএ ৪ এর মধ্যে ৩.৫২ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেছেন।

পরীক্ষায় তার রোল নম্বর ২১১০০৮৮৩০২। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর (২৬ মে ২০২২) তারিখে এই ফলাফল প্রকাশ করেছেন। ইয়ারফ আলী (লর্ড)  শিক্ষা জীবনে একাধিকবার ট্যালেন্টপুলে সরকারি বৃত্তি লাভ সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে মেধা তালিকায় স্থান অর্জন সহ বিএ সম্মান ও এম এ ইন ইংলিশ ডিগ্রী লাভ করেছেন।

বর্তমানে তিনি বাংলাদেশে ইংরেজি ভাষা শিক্ষা সহজীকরণ বিষয়ে উচ্চতর গবেষণার পাশাপাশি ব্রিটিশ ল্যাংগুয়েজ ক্লাব এন্ড IDP IELTS I BAETTA International Bangladesh  মতিহার রাজশাহী শাখার চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। তিনি সকলের দোয়া প্রার্থী।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]