লেকে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু


অনলাইন ডেস্ক : , আপডেট করা হয়েছে : 17-06-2022

লেকে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের বোর্ড বাজার এলাকায় বিশ্ববিদ্যালয়ের লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুন) সকাল ১০টার দিকে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) লেক থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

পরে সহপাঠীরা তাকে তায়রুননেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত শিক্ষার্থীর নাম ফরহান শাহরিয়ার ফাহিম (২০)। তিনি রাজধানীর দক্ষিণখান থানার জয়নাল মার্কেট এলাকার এ কে এম শফিউল আলমের ছেলে। ফাহিম ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ব্যাচেলর অব সায়েন্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব হোসেন জানায়, শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের মাঠে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলা শেষে লেকে গোসল করতে নামে ফাহিম। এসময় সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। অন্য শিক্ষার্থীদের ডাক-চিৎকারে আনসার নুরুল ইসলাম ফাহিমকে পানি থেকে উদ্ধার করে সহপাঠীদের সহযোগিতায় তায়রুননেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসই রাজিব বলেন, পরিবার বিনা ময়নাতদন্তে মরদেহ নিয়ে যাওয়ার আবেদন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুরে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]