করোনা সংক্রমণের হার সারাদেশের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ! রাত ৮টা থেকে দোকানপাট বন্ধ


নিজস্ব প্রতিবেদক: , আপডেট করা হয়েছে : 29-01-2022

করোনা সংক্রমণের হার সারাদেশের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ!  রাত ৮টা থেকে দোকানপাট বন্ধ

শনিবার (২৯ জানুয়ারি) থেকে করোনাভাইরাসের সংক্রমণরোধে রাজশাহী শহরে দোকান-বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। নগরীসহ সকল উপজেলায় দোকান ও বিপনিবিতান বন্ধ থাকবে। শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা থেকে শহরে এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, ‘করোনা প্রতিরোধে গঠিত জেলা পর্যায়ের কমিটির সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর সংক্রমণ অনেক বেশি হওয়ায় সেই সভাতেই রাত ৮টার পর দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। শনিবার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে। শনিবার থেকেই এটি কার্যকর হবে।

উল্লেখ্য, রাজশাহীর ঘরে ঘরে এখন করোনা রোগী। বৃহস্পতিবারের পাওয়া হিসাব অনুযায়ী রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে রাজশাহীর ৩৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৮৭ জনের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। ল্যাবটিতে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার হয়েছে ৭৮ দশমিক ২০ শতাংশ এ দিন রামেক হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৪টি। এতে ৫৮ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এখানে সংক্রমণের হার ৬১ দশমিক ৭০ শতাংশ।

দুটি ল্যাবে রাজশাহীর মোট ৪৬১ নমুনার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩৪৫ জনের। ফলে গড় সংক্রমণের হার ৭৪ দশমিক ৮৪ শতাংশ। রেকর্ড সৃষ্টি করেছে সংক্রমণের এই হার। রাজশাহীতে এত বেশি সংক্রমণের হার অতীতে আর কখনই হয়নি। সংক্রমণের এই হার সারাদেশের মধ্যে সর্বোচ্চ।

রাজশাহীর সময় / এম আর


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]