ব্যাকপ্যাক খুলতেই বের হল৩২ লাখ টাকার ইয়াবা, গ্রেফতার ২


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 08-06-2022

ব্যাকপ্যাক খুলতেই বের হল৩২ লাখ টাকার ইয়াবা, গ্রেফতার ২

৩২ লাখ টাকার ইয়াবা  ট্যাবলেটসহ ২ জন ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি অভিযানিক দল।

সোমবার (৬ জুন) রাত সোয়া ৯টায় র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে , কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে মোটরসাইকেল যোগে কক্সবাজার হতে চট্টগ্রামের উদ্দেশ্যে আসছে। এমন তথ্যের রাত সোয়া ৯টায় র‌্যাবের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম রোডে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।

 এ সময় একটি মোটর সাইকেল তল্লাশী করে ১০,৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো:  কক্সবাজার জেলার টেশনাফ থানার দক্ষিণ মাধ্যম জেলেপাড়া গ্রামের নুর বশরের ছেলে মোঃ নুরুল হাকিম (২৪) ও একই থানার দক্ষিণ মধ্যম জেলেপাড়া মোঃ আব্দুল মজিদের ছেলে মোঃ ইউনুস (২২),

মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন রাব-৭, এর মুখপাত্র  সিনিঃ সহকারী পরিচালক(মিডিয়া) মোঃ নূরুল আবছার।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারি জানায়, তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার হতে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চট্টগ্রাম, বান্দরবান এবং অন্যান্য অঞ্চলের মাদক কারবারিদের কাছে পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩২ লক্ষ টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]