রাজধানীর কদমতলীর পশ্চিম জুরাইনে ঘরে ঢুকে মোছা. নাজমা বেগম (৩২) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে তারই দেবর। শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট দেবর নাসির হোসেন জানান, আমার বড় ভাই আবুল হোসেন (নাজমা বেগমের স্বামী) বেশ কিছুদিন আগে মারা যান। তারপর থেকে একাই থাকতেন ভাবি (নাজমা বেগম)।
‘শনিবার সকালে আমার মেজো ভাই আবুল কালাম সেন্টু পারিবারিক কলহের জেরে ভাবির ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ ঘটনায় বাধা দিতে গেলে আমার হাতেও ছুরির আঘাত লাগে। এতে হাত কেটে যায়।’
তিনি আরও জানান, ঠিক কী কারণে মেজো ভাই বড় ভাবিকে কুপিয়ে হত্যা করেছে, সে বিষয়ে আমি কিছু জানি না। ঘটনার পর উদ্ধার করে ভাবিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে, সেখানেই মারা যান।
নাসির হোসেন আরও বলেন, আমরা কদমতলীর পশ্চিম জুরাইনের ৪৪ নম্বর বাসায় থাকি। বড় ভাবি দুই ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।