আচমকাই গুরুতর অসুস্থ পরীমণি


তামান্না হাবিব নিশু , আপডেট করা হয়েছে : 28-01-2022

আচমকাই গুরুতর অসুস্থ পরীমণি

শিরোনামে কীভাবে থাকতে হয় তা মনে হয় বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণির চেয়ে আর কেউ ভাল জানে না। ঢালিউডের সবচেয়ে চর্চিত ও বিতর্কিত নায়িকা পরীমণিকে নিয়ে সর্বদাই চর্চা চলেই আসছে। মা হতে চলেছেন পরীমণি, এই খবর ফাঁস হতেই ঢালিউডের অন্দরে চর্চা বেড়ে চলেছে। বৃহস্পতিবার অরণ্য  আনোয়ার পরিচালিত 'মা' ছবির শুটিং করছিলেন পরীমণি,সেখানে গিয়েই আচমকা অসুস্থ হয়ে পড়েন পরীমণি। শুটিং সেট থেকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে পরীমণিকে।

একের পর এক নয়া বিতর্ক। কন্ট্রোভার্সি যেন পিছু ছাড়ছে না পরীমণির। বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণিকে নিয়ে এই মুহূর্তে উত্তাল গোটা বাংলাদেশ।  মা হওয়ার খবর দেওয়ার  পর থেকেই সকলের চোখ পরীমণির উপরে।

বৃহস্পতিবার অরণ্য  আনোয়ার পরিচালিত 'মা' ছবির শুটিং করছিলেন পরীমণি,সেখানে গিয়েই আচমকা অসুস্থ হয়ে পড়েন পরীমণি। শুটিং সেট থেকে তড়িঘড়ি ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে পরীমণিকে।

বৃহস্পতিবার অরণ্য  আনোয়ার পরিচালিত 'মা' ছবির শুটিং করছিলেন পরীমণি,সেখানে গিয়েই আচমকা অসুস্থ হয়ে পড়েন পরীমণি। শুটিং সেট থেকে তড়িঘড়ি ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে পরীমণিকে।

সূত্র থেকে জানা গেছে, বুধবার মাঝরাত থেকে শরীরটা খারাপ হতে শুরু করে পরীমণির। জ্বর-ঠান্ডা-কাশি সহ করোনার সমস্ত উপসর্গই পরীমণির শরীরে ছিল। নিজের শরীরকে উপেক্ষা করেই শুটিং সেটে হাজির হয়েছিলেন পরীমণি। তারপরই শরীর খারাপ হয়ে হাসপাতালে ভর্তি করা হয় পরীমণিকে।

'মা'  সিনেমার পরিচালক  অরণ্য  আনোয়ার জানান, গাজীপুরে টানা কয়েকদিন সিনেমার শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু পরীমণির শারীরিক অবস্থা খারাপ হতেই বুধবার সকালেই শুটিং বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরীমণি বারবার বলছিলেন, তিনি একটা দিন দেখতে চান । তিনি ভেবেছিলেন জ্বর কমে যাবে। শুটিং শেষ করেই বাড়ি ফিরবেন। কিন্তু মধ্যরাত থেকেই পরীমণির শারীরিক  অবস্থার অবনতি ঘটতে থাকে। তারপরেই তাকে ঢাকা হাসাপাতালে ভর্তি করানো হয়।

পরীমণির সঙ্গেই রয়েছেন তার স্বামী শরিফুল রাদ।  দিনকয়েক আগেই শরিফুলের সন্তানের মা হওয়ার খবর জানিয়েছেন পরীমণি। এরপর সামাজিক ভাবে বিয়েও করেন পরীমণি। অভিনেত্রী আগেও জানিয়েছিলেন ,  'গুনিন ' ছবির সেটে গোপনে রাজকে বিয়েও করেছিলেন পরীমণি।

চলতি মাসের শুরুতেই মা হওয়ার খবর জানাজানি হতেই ফের শরিফুলকে বিয়ে করেন পরীমণির।  এই মুহূর্তে অভিনেত্রীর হাতে বেশ কয়েকটি কাজ রয়েছে।  গিয়াস উদ্দিন সেলিমের  'গুনিন ' এবং  'কাগজের বউ '-এর শুটিং শেষ করেছেন পরীমণি। এবং  'মা '  ও  'প্রীতিলতা'র শুটিং এখনও চলছে।

রাজশাহীর সময় /এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]