ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ কলকাতা শহরে এসেছিলেন। সেই সময় পশ্চিমবঙ্গের গভর্নর ছিলেন সরোজিনী নাইডু। তিনি ছিলেন রানি এলিজাবেথের সঙ্গে। ভারত তখন স্বাধীন। সেই প্রথম ব্রিটেনের কোনও রানির পা পড়েছিল স্বাধীন ভারতে । তাঁকে স্বাগত জানাতে শহরের রাজপথে বসেছিল তোরণ। হুডখোলা গাড়িতে চেপে রাজপথ ধরে রাজভবনে গিয়েছিলো রানির গাড়ি। যা দেখতে পথের দু’ধারে ভিড় করেছিলেন অসংখ্য মানুষ। অনেকে বাড়ির ছাদে, বাড়ির কার্নিসে ভিড় করেছিলেন। সেখানও ব্যাপক ঠেলাঠেলি। সকলেই রানিকে দেখতে চায়।
ব্রিটেনে ৭০ বছর ক্ষমতায় রয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। সেই নিয়ে এখন খুশিতে মশগুল গোটা ব্রিটেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন দেশের ক্ষমতাসীন রাষ্ট্রনেতারা।
প্রাক্তন রাষ্ট্রনেতারাও রয়েছেন সেই তালিকায়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে তাঁর স্ত্রী মিশেল ওবামা, অনেকেই ইতিমধ্যে রানিকে অভিনন্দন জানাতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পর্যন্ত পোস্ট করেছেন। ১৯৬১ সালের ২৩ ফেব্রুয়ারি রানিকে স্বচক্ষে দেখা কলকাতার অনেকে হয়তো অভিনন্দন জানাতে পারেননি। তবে তরা স্বরন করছেন সেই দিনটাতে মনের মণিকোঠায় ধরে রাখা স্মৃতিতে।