শিরোপাহীন রোনালদোকে নিয়েই পরিকল্পনা দুই কোচের


ক্রীড়া ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-06-2022

শিরোপাহীন রোনালদোকে নিয়েই পরিকল্পনা দুই কোচের

গ্রুপ এ২-এর বিগ ম্যাচে পর্তুগালের মুখোমুখি ফিফা র‌্যাংকিংয়ের ৭ নম্বরের দল স্পেন। এ টুর্নামেন্ট দিয়ে কাতার বিশ্বকাপের প্রস্তুতি সারতে চান সেলেকাও কোচ ফার্নান্দো সান্তোস। তিনি সাফ জানান, ক্রিস্টিয়ানোকে কেন্দ্র করেই পরিকল্পনা সাজাচ্ছেন তারা। অন্যদিকে লুইস এনরিকের অধীনে অপ্রতিরোধ্য হওয়া স্পেনও, দারুণ শুরুর অপেক্ষায়। তবে তারও মূল ফোকাসে সেই রোনালদোই। তাকে আটকাতে বিশেষ ছক কষছেন তিনি। স্তাদিও বেনিতো ভিয়ামারিন অ্যারেনায় হাইভোল্টেজ এই দ্বৈরথ শুরু বৃহস্পতিবার রাত পৌনে ১টায়।

ক্রিস্টিয়ানো আঁটসাঁট করেই ফিতেটা বাঁধছেন। যুদ্ধের প্রস্তুতিতে নয় কোনো হেলা। স্প্যানিশ লাল দুর্গ করতে হবে ভূপাতিত। সেনাপতির কাঁধে তাই বাড়তি দায়িত্ব। ক্যামেরার ফ্ল্যাশ আর লেন্সও অনুশীলনের পুরোটা সময় ঠিকই খুঁজেছে তাকে।

টুর্নামেন্টের নাম উয়েফা নেশনস লিগ। তবে এই আসরের কার্যকারিতা নিয়ে আছে প্রশ্ন। অনেকেই একে স্রেফ প্রীতি ম্যাচ বলেই উড়িয়ে দেয়ার পক্ষে। তবে বিশ্বকাপের বছর বলেই এ ম্যাচগুলো যে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ। কেমন হবে ফর্মেশন, কি হবে কম্বিনেশ, তাই করার চাই যাচাই।

সেলেকাও জার্সিতে ১৮৭ নম্বর ম্যাচে স্টাটিং লাইআপেই থাকবেন ক্রিস্টিয়ানো রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হারার ক্ষত ভুলে নামবেন দিয়াগো জোতাও। তবে শুরুর একাদশে ওটাভিও রাফায়েলকে নিয়ে বাজি ধরবেন সান্তোস।

পর্তুগাল জাতীয় দলের কোচ ফার্নান্দো সান্তোস বলেন, 'আমরা এমন একটা দলের বিপক্ষে খেলতে যাচ্ছি যারা সবকিছুর বিনিময়েও জিততে চায়। নেশনস লিগের ম্যাচগুলোকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ দেখছি না। যারা সমালোচনা করছে এটা তাদের ব্যাপার। দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার তেমন সুযোগ নেই। তবে রোনালদোকে কেন্দ্র করেই আমরা পরিকল্পনা সাজাচ্ছি।'

অন্যদিকে গত এক দশকে পর্তুগালকে হারাতে পারেনি স্পেন। ঘরের মাঠে জুজুর ভয় কাটানোর ম্যাচে স্পট লাইটে আনসু ফাতি-মার্কো অ্যাসেনসিও। রোনালদোকে আটকাতে বিশেষ ছক কষছেন স্প্যানিশ কোচ। প্রবল প্রতিপক্ষের বিপক্ষে তাই শিষ্যদের আক্রমণাত্মক ফুটবলের টোটকা এনরিকের।

স্পেনের জাতীয় ফুটবল দলের কোচ লুইস এনরিকে বলেন, 'প্রতিপক্ষ দলে যখন ক্রিস্টিয়ানোর মতো ফুটবলার থাকে কাজটা খুবই কঠিন হয়ে যায়। আনসু ফাতি-অ্যাসেনসিও দুজনেই আমার পরিকল্পনায় বেশ ভালোভাবেই আছেন। পরিকল্পনা পরিষ্কার। সুযোগগুলো কাজে লাগতে হবে।'

ইনজুরির কারণে লাপোর্তে, পেদ্রির সার্ভিস পাবেন স্পেন। ডেভিড ডে গিয়া নয় গোলবারে থাকবেন উনাই সিমন। অন্যদিকে রুবেন দিয়াজ এবং ড্যানিলোও থাকবেন না পর্তুগাল লাইআপে। দুদলের এর আগের ৩৮ দেখায় মাত্র ৬টি ম্যাচ জিতেছে পর্তুগাল।

রাজশাহীর সময়/এম


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]