সুনামগঞ্জে উপ-নির্বাচন:বিদ্রোহী প্রার্থীর জয়, নৌকা ও লাঙ্গল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত


মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 28-01-2022

সুনামগঞ্জে উপ-নির্বাচন:বিদ্রোহী প্রার্থীর জয়, নৌকা ও লাঙ্গল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের উপ-নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী। তিনি কাপ-পিরিচ প্রতীক নিয়ে ১৯হাজার ৯০৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম এ বারী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৩হাজার ৬৮৭ ভোট। এছাড়া আওয়ামী লীগ প্রার্থী নুরুল ইমলাম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩হাজার ৬৭৪ ভোট, জাতীয় পার্টির প্রার্থী আবু সাহেল লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ২০০ ভোট।

গতকাল বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) রাতে এই ফলাফল ঘোষনা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার। তিনি জানান- গত ৩০ সেপ্টেম্ভর দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রহিম মৃত্যু বরণ করার পর তার শূণ্য পদে উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। 

তারই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (২৭ জানয়ারী) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৫৯টি ভোট কেন্দ্রের মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ করা হয়। দোয়ারাবাজার উপজেলার মোট ভোটার সংখ্যা হল ১লাখ ৬৯হাজার ২২৬জন। অনুষ্ঠিত উপ-নির্বাচনে মোট ৪জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন।

তবে নির্বাচনী আইন অনুযায়ী মোট ভোটের ৮ ভাগের ১ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। সেই হিসেবে প্রতিদ্বন্দী প্রার্থীকে ৪হাজার ৭১১ভোট পেতে হতো। কিন্তু প্রাপ্ত ফলাফল অনুযায়ী উপ-নির্বাচনে অংশগ্রহণকারী নৌকা প্রার্থী নুরুল ইসলাম ও লঙ্গল প্রার্থী আবু সালেহ ৮ভাগের ১ভাগ ভোট না পাওয়ার কারণে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। 

রাজশাহীর সময় /এএইচ

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]