প্রতি ঘণ্টায় ১৬৫ কিমি গতিতে বইল হাওয়া, লণ্ডভণ্ড সব


আন্তর্জাতিক ডেস্ক : , আপডেট করা হয়েছে : 01-06-2022

প্রতি ঘণ্টায় ১৬৫ কিমি গতিতে বইল হাওয়া, লণ্ডভণ্ড সব

তুফানে বিপর্যস্ত জনজীবন৷ হ্যারিকেন আগাথার কারণে বন্যায় বিভিন্ন এলাকায় ভূমি ধ্বস হয়েছে৷ এখনও অবধি পাওয়া খবর অনুযায়ি অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে৷ এবং ২০ জন নিখোঁজ হয়েছে৷

দখিনের শহর ওক্সাকার গর্ভনর জানিয়েছেন , আগাথা -র প্রভাবে ১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে হাওয়া প্রবাহিত হয়েছে ৷ হুআতুল্কোর রিসর্টের কাছে ৩ টি বাচ্চা নিখোঁজ হওয়ার খবর এসেছে ৷

ইউএস ন্যাশানাল হ্যারিকেন সেন্টারের খবর অনুযায়ি মেক্সিকোতে ৭৩ বছর বাদে এইরকম ভয়ানক তুফান এল৷ উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে৷ নিখোঁজ মানুষদের খোঁজ চলছে৷

তুফানের কারণে ইলেকট্রিসিটি কেটে দেওয়া হয় নিরাপত্তা সংক্রান্ত কারণে ৷ মৌসম বিভাগের মতে এটা এ মরশুমে প্রশান্ত মহাসাগরে প্রথম হ্যারিকেন ৷


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]