রাবি ছাত্রলীগের মানববন্ধনে ছাত্রদলকে 'চাচ্চু দল' মন্তব্য


আল্-মারুফ, রাবি : , আপডেট করা হয়েছে : 29-05-2022

রাবি ছাত্রলীগের মানববন্ধনে ছাত্রদলকে 'চাচ্চু দল' মন্তব্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর ছাত্রদলের ক্যাডারদের সশস্ত্র হামলা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ মানববন্ধন করেছে। রোববার (২৯ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনটির সভাপতি গোলাম কিবরিয়া বলেন, 'বর্তমানে ছাত্রদলের নেতাকর্মীদের রাজনীতি দলটিকে চাচ্চু দলে পরিণত করেছে।' 

এসময় তিনি আরো বলেন, 'যে সময়ে তাদের (ছাত্রদলের  নেতাকর্মীদের) ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা সে সময়ে তারা অবাধ্য একটি ছাত্র সংগঠনের নেতৃত্ব দেয়। হামলার প্রতিবাদে আজকে দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে হাজির হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তারা শিক্ষার পরিবেশকে নষ্ট করতে চেয়েছিল। কিন্তু সাধারণ শিক্ষার্থীরাই ছাত্রদলকে ক্যাম্পাস থেকে বের করে দেয়। রাবিসহ প্রতিটি বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে, তা সিদ্ধান্ত নিবে সাধারণ শিক্ষার্থীরা। যখন ছাত্রদল, শিবির ক্যাম্পাসে ঢুকে তখন সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে থাকে।' 

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, 'বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করার পর থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে কখনও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়নি। কিন্তু এখন ছাত্রদল তৎপর হয়ে উঠেছে শিক্ষাঙ্গনগুলোকে সন্ত্রাসী রাজ্যে পরিণত করার জন্য। তাদের বলে দিতে চাই,  যদি শিক্ষার পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করেন, তাহলে ছাত্রলীগ লাগবে না। সাধারণ শিক্ষার্থীরাই তা প্রতিহত করবে।' 

সহ-সভাপতি কাজী লিংকন বলেন, 'বাংলাদেশ যখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, স্বপ্নের পদ্মাসেতু বাস্তবায়ন হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে কোনো সেশনজট নেই, সেই সময়ে ছাত্রদলের কুলাঙ্গার গুন্ডা বাহিনী দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আপনারা যদি মতিহারের সবুজ চত্বরকে রক্তাক্ত করতে চান, তাহলে এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না।' 

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন, সহ-সভাপতি জাকিরুল ইসলাম জ্যাক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, এনায়েত হক রাজু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিব, ধর্ম বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম দুর্জয় প্রমুখ নেতৃবৃন্দ। এসময় বিভিন্ন হল, বিভাগ ও ইউনিটের অন্তত ২ শতাধিক নেতাকর্মী এতে অংশ নেয়। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]