জয়পুরহাটে ছাত্রলীগের মানববন্ধন-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধিঃ , আপডেট করা হয়েছে : 29-05-2022

জয়পুরহাটে ছাত্রলীগের মানববন্ধন-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সংগঠনের কর্মীদের ওপর বহিরাগত ছাত্রদল নেতাকর্মীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জয়পুরহাট  জেলা  ছাত্রলীগ। রবিবার (২৯ মে) দুপুরে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রলীগ।

জয়পুুরহাট জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজার সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জয়পুুরহাট জেলা আ"লীগের প্রচার সম্পাদক প্রভাষক মাসুদ রেজা, উপ-দপ্তর সম্পাদক ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি জুলফিকার আলী রনি, জয়পুুরহাট জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তমাল ক্রান্তি,রাকিবুল হাসান রকি,উপ-প্রচার সম্পাদক জাহিদ হাসান পল্লব, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাগর,জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক  হাবিবুর রহমান ইমনসহ আরো অনেকেই। 

মানববন্ধন বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশ যখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ যেখানে দৃশ্যমান, তখনি ছাত্রদল নেতাকর্মীরা দেশকে অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে তারা আবারো দেশে নাশকতা চালানোর পায়তারা করছে। তারা আরো বলেন ছাত্রদলের সন্ত্রাসীদের দাঁত ভাঙা জবাব দিতে বাংলাদেশ ছাত্রলীগ সর্বদায় সময় প্রস্তুত রয়েছে।

অপরদিকে বেগম খালেদা জিয়াকে কটাক্ষ এবং ঢাবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জয়পুুরহাট সদর উপজেলা,পৌর শাখা,সরকারি কলেজ ছাত্রদল নেতাকর্মীরা। রবিবার (২৯ মে) দুপুরে বিক্ষোভ মিছিলটি শহরের নতুনহাট এলাকা থেকে বের হয়ে জামালগঞ্জ-জয়পুরহাট সড়ক  প্রদক্ষিণ শেষে পরে সেখানেই গিয়ে শেষ হয়।

সেখানেই একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন,সদর উপজেলা ছাত্রদলের  সদস্য সচিব রিপন হোসাইন,সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী,জয়পুরহাট পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক পিয়াল আহমেদ,আল আমিন হোসেন দোলনসহ আরো অনেকেই।

অনুষ্ঠিত সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, আ"লীগ সরকার গণতন্ত্র কুক্ষিগত করেছে। ছাত্রদল গণতন্ত্র উদ্ধারে আন্দোলন করে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ হামলা করে বর্বরতা চালিয়েছে। এসব হামলা-নির্যাতন মেনে নেওয়া হবে না। এর কঠিন জবাব দেবে ছাত্রদল এজন্য ছাত্রদল প্রস্তুত।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]