রাজশাহীতে এবার সম্মিলিতভাবে পালিত হবে শহিদ জামিল দিবস


স্টাফ রিপোর্টার: , আপডেট করা হয়েছে : 26-05-2022

রাজশাহীতে এবার সম্মিলিতভাবে পালিত হবে শহিদ জামিল দিবস

মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখার লক্ষ্যে রাজশাহীতে জামায়াত-শিবিরের হাতে নিহত ছাত্রমৈত্রীর সাবেক নেতা শহিদ জামিল আকতার রতনের ৩৪তম মৃত্যুবার্ষিকী এবার বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের আলুপট্টিস্থ মুক্তিযুদ্ধ পাঠাগারে আয়োজিত এক সভা থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল এতে সভাপতিত্ব করেন।

সভায় বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জাসদের রাজশাহী মহানগরের সভাপতি আব্দুলাহ আল মাসুদ শিবলী, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলার সভাপতি সুজিত সরকার, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, জেলা ওয়ার্কার্স পার্টির জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ, রাজশাহী থিয়েটারের কামারুল্লাহ সরকার কামাল, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকম-লীর সদস্য আব্দুল মতিন, মনিরুদ্দীন পান্না, সাবেক ছাত্রনেতা সালাউদ্দীন জেম, তামিম শিরাজী প্রমুখ।

এছাড়াও সভায় আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, জাসদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাজশাহী থিয়েটার, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের মতো প্রগতিশীল বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন।

সভা শেষে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু সাংবাদিকদের জানান, আগামী ৩১ মে সাম্প্রদায়িক অপশক্তির হাতে নিহত শহিদ জামিল আকতার রতনের ৩৪তম মৃত্যুবার্ষিকী এবার সম্মিলিতভাবে পালন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে রাজশাহীতে প্রগতিশীল সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ বিষয়ে একমত হয়েছেন। আমরা মনে করি, বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে নির্মূল করতে স্বাধীনতার পক্ষের সকল সংগঠনের ঐক্যবদ্ধ লড়াইয়ের বিকল্প নেই।

আগামী ৩১ মে সকাল ১০টায় ছাত্রমৈত্রীর জেলা ও মহানগরের উদ্যোগে রাজশাহী মেডিকেল কলেজ প্রাঙ্গনে শহিদ জামিল আকতার রতনের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]