চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ্ ও পাহাড়তলী এলাকা থেকে বিভিন্ন অনলাইন সাইটে জুয়া খেলার অপরাধে ৪ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্রগাম।
২৫ মে বুধবার রাত পৌনে ১২টায় চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ্ এবং পাহাড়তলী এলাকার একটি দোকান ও গোডাউনের ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: চট্টগ্রামের পাহাড়তলী থানার মোঃ শাহপরান (৩১), মোঃ জসিম উদ্দিন (৩৪), মোঃ মঈনুল ইসলাম (২৬), মোঃ আব্দুর রশিদ (৩১)।এ তথ্য নিশ্চিত করেছেন, র্যাব-৭, চট্টগ্রামের মুখপাত্র সিনিঃ সহকারী পরিচালক মোঃ নূরুল আবছার।
তিনি জানান, গোপন তথ্যের মাধ্যমে র্যাব-৭, এর একটি অভিযানিক দল জানতে পারে , চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ্ এবং পাহাড়তলী এলাকার একটি দোকান ও গোডাউনের ভিতরে কতিপয় জুয়ারী অবস্থান করে স্মার্ট মোবাইল ও ল্যাপটপ এর ব্রাউজার থেকে জুয়ার ওয়েবসাইট ব্যবহার করে জুয়া খেলাসহ বিকাশের মাধ্যমে জুয়ার টাকা লেনদেন করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে (২৫ মে) বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় ওই এলাকায় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, মোঃ শাহপরান তার নিজ হাতে দেখানো মতে অনলাইন জুয়া খেলা ও ই-ট্রানজেকশন কাজে ব্যবহৃত ৪টি উন্নতমানের স্মার্ট মোবাইল ফোন, ১টি ল্যাপটপ, জুয়া খেলার নগদ ১০ হাজার টাকা এবং আসামীদের ব্যবহৃত মোবাইল হতে অনলাইনে জুয়া খেলার একাউন্টসহ বিভিন্ন লেখা সম্বলিত ১২ পাতা স্ক্রিনশট উদ্ধারসহ জুয়াড়িদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান র্যাবের এই মুখপাত্র।