বান্দরবান জেলার থানচির জীবন নগরে পর্যটকবাহী গাড়ি গভীর খাদে পড়ে দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার সময় এ দুর্ঘটনা ঘটে।
তাদের মধ্যে আহত দুজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- ওয়াহিদ ও হামিদুল ইসলাম। আহত হামিদুল ইসলাম স্টেট এন্ড লিগ্যাল অফিসের সিনিয়র সিকিউরিডটি গার্ড। অন্যদের নাম এখনো পাওয়া যায়নি।
পুলিশ, বিজিবি ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ৯ জনের একটি দল এক্স নোহা নিয়ে বান্দরবানে আসেন। বান্দরবান থেকে তারা থানচি যাবার পথে জীবননগর নামক স্থানে গাড়িটি প্রায় ২ হাজার ফুট গভীর খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই একজন মারা যান। এরমধ্যে আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে থানচি ও বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নিয়ে আসলে আহতদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের উদ্ধারে অভিযান চলে। থেমে-থেমে বৃষ্টি হওয়ায় উদ্ধার তৎপরতায় বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর।
এ বিষয়ে থানচি থানার ইউএনও রাহুল চন্দ জানান, উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আহত ও নিহতরা বুয়েটের নিরাপত্তা শাখার।
রাজশাহীর সময়/জেড