বাবা-মায়ের সখ, হেলিকপ্টারে বিয়ে করতে গেলেন বর


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 27-01-2022

বাবা-মায়ের সখ, হেলিকপ্টারে বিয়ে করতে গেলেন বর

বাবা-মায়ের সখ পূরণ করতে প্রকৌশলী বর গেলেন হেলিকপ্টারে বিয়ে করতে। আর অপর প্রান্তে কনে হিসেবে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্রী।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) পুঠিয়ার হাড়োগাতি গ্রামের দনোকুড়ির একটি ইটভাটা থেকে হেলিকপ্টারে করে যাত্রা শুরু করেন বিয়ের ওই পাত্র। আর কপ্টারে করে ব্যতিক্রমী ওই বরযাত্রা দেখতে ইটভাটায় ভিড় করেন এলাকার উৎসুক জনতা।

রাজশাহীর পুঠিয়া থেকে বর হেলিকপ্টারে উড়ে গেলেন দিনাজপুরের বিরামপুর। বর ইমরান হোসেন একজন ডিপ্লোমা প্রকৌশলী। তিনি সাবেক নৌবাহিনী কর্মকর্তা ইসমাইল হোসেনের ছেলে। ঢাকার একটি বায়িং হাউজে চাকরি করেন।

তিনি বিয়ে করছেন দিনাজপুরের বিরামপুরে রাবি‘র অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্রী ইফফাত জাহানকে। ইফফাত গাজীপুর ক্যান্টনমেন্টের একজন সেনাকর্মকর্তার মেয়ে। এদিকে হেলিকপ্টার দেখতে বৃহস্পতিবার দুপর থেকে ওই ইটভাটায় শত শত উৎসুক মানুষ অপেক্ষা করেন।

বরের বাবা ইসমাইল হোসেন জানান, হেলিকপ্টারে করে আমার ছেলের বিয়ে হবে – এটা আমাদের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন আজ পূরণ হলো। হেলিকপ্টারে বরসহ তিনজন যাত্রী বহন করা হয়। 

রাজশাহীর সময় /এএইচ

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]