শ্রীলঙ্কায় অর্থ মন্ত্রণালয় নিজের হাতে নিলেন নতুন প্রধানমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-05-2022

শ্রীলঙ্কায় অর্থ মন্ত্রণালয় নিজের হাতে নিলেন নতুন প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কার সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে অর্থ মন্ত্রণালয় পরিচালনার অতিরিক্ত দায়িত্ব নিজের হাতে নিয়েছেন।

বুধবার (২৫ মে) তিনি এই পদে শপথ গ্রহণ করেন।

বিক্রমসিংহে এবং রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসের দলের মধ্যে এই পদে কে আসীন হবে তা নিয়ে বিরোধের কারণে তার নিয়োগ বিলম্বিত হয়েছিল।

এই বিতর্কের অংশীদার একজন শীর্ষ রাজনীতিবিদ বলেন, রাষ্ট্রপতির দল অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চাইলে প্রধানমন্ত্রী জানান, দেশকে ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে উদ্ধার করে সঠিক পথে নিয়ে যেতে হলে তাকেই এই পদ গ্রহণ করতে হবে।

বিক্রমসিংহে শীঘ্রই একটি সংশোধিত বাজেট উন্মোচন করবেন বলে আশা করা হচ্ছে, যাতে রেকর্ড মুদ্রাস্ফীতি এবং খাদ্যের দামের ঊর্ধ্বগতির কারণে দরিদ্র শ্রীলঙ্কানদের জন্য ত্রাণের প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার আইএমএফ-এর সাথে স্টাফ-পর্যায়ের আলোচনা শেষ হয়েছে। তবে ওয়াশিংটনভিত্তিক ঋণদাতা এই সংস্থাটির বেলআউট প্যাকেজে সম্মত হতে আরও ছয় মাস সময় লাগবে বলে আশা করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

রাজশাহীর সময়/এমজেড


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]