রাজশাহীজুড়ে একদিনে করোনা শনাক্ত ১০৫৩


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 27-01-2022

রাজশাহীজুড়ে একদিনে করোনা শনাক্ত ১০৫৩

গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগের আট জেলায় ১ হাজার ৫৩ জনের করোনা ধরা পড়েছে। 

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত করোনা-সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিভাগে এ পর্যন্ত করোনা ধরা পড়েছে ১ লাখ ৬ হাজার ৫৯৯ জনের। এরমধ্যে গত একদিনে করোনা ধরা পড়েছে ১ হাজার ৫৩ জনের। এক দিনে বিভাগে সর্বোচ্চ ৩১০ জনের করোনা ধরা পড়েছে রাজশাহীতে। এছাড়া বগুড়ায় ২০১, পাবনায় ১৮৯, সিরাজগঞ্জে ১৩৫, নওগাঁয় ৮০, নাটোরে ৫১, জয়পুরহাটে ৪৬ এবং চাঁপাইনবাবগঞ্জে ৪১ জনের করোনা ধরা পড়েছে। 

বিভাগজুড়ে এ পর্যন্ত ১ হাজার ৬৯৮ জনের প্রাণ নিয়েছে করোনা। এর মধ্যে গত একদিনে মারা গেছেন একজন। তিনি বগুড়া জেলার বাসিন্দা। বিভাগে সর্বোচ্চ ৬৯০ জন মারা গেছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৩২৭, নাটোরে ১৭৫, চাঁপাইনবাবগঞ্জে ১৬০, নওগাঁয় ১৪৫, সিরাজগঞ্জে ৯৬, জয়পুরহাটে ৬৫ এবং পাবনায় ৪০ জনের মৃত্যু হয়েছে এই মহামারিতে।

এ পর্যন্ত বিভাগজুড়ে করোনা জয় করেছেন ৯৭ হাজার ৬৪৭ জন। এর মধ্যে একদিনে সুস্থ’ হয়েছে ১৮৬ জন। এ পর্যন্ত করোনা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৮ হাজার ৫৯৪ জন। ২৪ ঘণ্টায় হাসপাতালে এসেছেন ৪১ জন। বর্তমানে করোনা নিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৯১ জন। একদিনে কোয়ারেন্টাইন শেষ করেছেন ১৪৭ জন। আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ১৫৫ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৪৩ জন।

রাজশাহীর সময় /এএইচ

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]