মাস্ক ও বিধিনিষেধ তুলে নিল ইংল্যান্ড


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 27-01-2022

মাস্ক ও বিধিনিষেধ তুলে নিল ইংল্যান্ড

ইংল্যান্ডে করোনার সংক্রমণ ব্যাপকভাবে কমে যাওয়ায় বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, ওমিক্রন ভ্যারিয়ন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৮ ডিসেম্বর করোনাভাইরাস–সংক্রান্ত ‘প্ল্যান বি’ পরিকল্পনা বাস্তবায়ন করে। এর আওতায় আবদ্ধ সকল জায়গাতে মাস্ক বাধ্যতামূলক এবং নাইটক্লাব ও খেলার মাঠের মতো জায়গাগুলোতে টিকা নেয়ার প্রমাণপত্র দেখাতে হতো।

দেশটির নতুন এ সিদ্ধান্তে এখন আর এসব বিধিনিষেধ থাকছে না। এছাড়াও মাধ্যমিক স্কুলের ক্লাসে মাস্ক পরার প্রয়োজন হবে না। তবে লন্ডনের গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক রয়ে গেছে।

তবে জনস্বাস্থ্যসংক্রান্ত নির্দেশিকায় জনবহুল ও বদ্ধ জায়গায় সাক্ষাতের সময় মুখে মাস্ক পরে থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে বিধিনিষেধ তুলে নেয়া হলেও করোনায় আক্রান্তদের অবশ্যই পাঁচদিন আইসোলেশনে থাকতে হবে।

রাজশাহীর সময় / এফ কে


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]