জয়পুুরহাটে যথাযোগ্য মর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালীর মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) সকাল ১১ টায় জয়পুরহাট-১ সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু-এমপির আয়োজনে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালী শেষে ডাঃ আবুল কাশেম ময়দানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাড.সামছুল আলম দুদু-এমপি,জয়পুুরহাট জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সহ-সভাপতি রাজা চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর ও জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মাহমুদুল হিমুসহ যুবলীগ,ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
উক্ত অনুষ্ঠিত সমাবেশ থেকে আগামী দিনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান উপস্থিত বক্তরা।