সিংড়ায় লটারীর মাধ্যমে সেতু নির্মাণ কাজের টেন্ডার অনুষ্ঠিত


সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 17-05-2022

সিংড়ায় লটারীর মাধ্যমে সেতু নির্মাণ কাজের টেন্ডার অনুষ্ঠিত

২০২১- ২০২২ অর্থ বছরে গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু নিমার্ণ প্রকল্পের আওতায় ৮৫ লাখ ১৫ হাজার টাকা দরপত্র মুল্যে নাটোরের সিংড়ায় চলনবিল সভাকক্ষে উন্মুক্ত লটারীর মাধ্যমে একটি সেতু নির্মাণ কাজের টেন্ডার অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৭ মে) সকাল ১১ টায় রামানন্দখাজুরা ইউনিয়নের জামতলী বামিহাল পাকা রাস্তার চড়া ফুটবল মাঠের রাস্তায় খালের উপর সেতু নির্মাণ কাজের এই টেন্ডার অনুষ্ঠিত হয়। 

টেন্ডারে ১০৫ টি ঠিকাদারী প্রতিষ্ঠান অংশ নেন। লটারী শেষে নাটোরের বড়হরিশপুরের কাজী আশিক হক ঠিকাদারী প্রতিষ্ঠান এই প্রকপ্লের নির্মাণ কাজ পান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন অফিসার আল আমিন সরকার, গণমাধ্যম কর্মী সহ টেন্ডারে অংশ গ্রহনকারী ঠিকাদার।

রাজশাহীর সময়/এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]