সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেফতার ২


আবু হেনা , আপডেট করা হয়েছে : 16-05-2022

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেফতার ২

সিরাজগঞ্জের ১৯৪ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

রোববার (১৫ মে) সন্ধ্যা ৬টায় কামারখন্দ থানাধীন ঝাঐল ইউনিয়নস্থ চালা সাবাজপুর গ্রাম হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন চালা গ্রামের মোঃ করিম সরকারের ছেলে মোঃ রাজু আহম্মেদ (২৬) ও 

বগুড়া জেলার বগুড়া সদর থানাধীন জাহানাবাদ গ্রামের মোঃ আবু তাহেরের ছেলে মোঃ রুবেল মিয়া।

অভিযান পরিচালনা করেন র‌্যাব-১২ বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল রোববার সন্ধ্যা ৬টায় সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন ঝাঐল ইউনিয়নস্থ চালা সাবাজপুর গ্রামে অভিযান চালিয়ে ১৯৪ বোতল ফেন্সিডিল ও মোবাইলসহ তাদেরকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় সোপর্দ করা হয়েছে।

রাজশাহীর সময়/এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]