শিমুলিয়া ফেরিঘাটে মানুষের স্রোত


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-05-2022

শিমুলিয়া ফেরিঘাটে মানুষের স্রোত

পরিবারের সঙ্গে ঈদ আনন্দ শেষে মুন্সীগঞ্জে শিমুলিয়া ফেরিঘাটে কর্মস্থলে ফেরা মানুষের স্রোত বইছে।

ঈদের পরে রোববার (৮ মে) সরকারি বেসরকারি পর্যায়ে পুরোদমে অফিস শুরু হচ্ছে, আবার সন্তানদের স্কুলও খুলে যাচ্ছে। তাই ঈদের লম্বা ছুটি কাটিয়ে রাজধানী ফিরতে মানুষের প্রাণপণ চেষ্টা।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (ট্রাফিক) এনামুল হক ভুঁইয়া জানিয়েছেন, ১৬ ঘণ্টায় ১ লাখ ৪০ হাজার যাত্রী পদ্মা পারি দিয়েছে।  ৮৫ লঞ্চ ট্রিপ দিয়েছে ৫১৮টি। শনিবার ১২ ঘণ্টায়  ১৫৫ স্পিডবোট পার করেছে ৪ হাজার যাত্রী। ১০টি ফেরি বিপুল পরিমাণ যাত্রীসহ ২৪ ঘণ্টায় ট্রিপ দিয়েছে ১৩৩টি। গাড়ি পার করেছে ৫ হাজার ৪১৮টি।

শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌপথে ১০টি ফেরি চলাচল করছে দিনের বেলায়, আর রাতে চলছে ৭ ফেরি। পদ্মা সেতুর নিচ দিয়ে রাতে ফেরি চলাচল করলেও পর্যাপ্ত ফেরির অভাবে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের লাইন দীর্ঘ হচ্ছে।

মাদারীপুরের বাংলাবাজারে সাড়ে ৩০০ যান এবং শরীয়তপুরের মাঝিরকান্দি ঘাটে দেড় শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে।

তবে যাত্রীরা শিমুলিয়া ঘাটে নেমে দ্রুত ঢাকামুখী যান পাওয়ায় দুর্ভোগ কমেছে। অনেকটা বিড়ম্বনাহীন কর্মস্থলে ফিরছে মানুষ।

তবে ছোট ছোট লঞ্চ অতিরিক্ত যাত্রী পরিবহন করছে। বিআইডব্লিউটিএ বলছে, তাদের বাধা উপেক্ষা করেই যাত্রীরা লঞ্চে উঠে যাচ্ছে। 

রাজশাহীর সময়/এইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]