সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার


আবু হেনা , আপডেট করা হয়েছে : 08-05-2022

সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

সিরাজগঞ্জের সদরে ৪৯৫ পিচ ইয়াবাসহ মোঃ জাকির হোসেন(৪০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

শনিবার (৭ মে) রাত পোনে ৯টার দিকে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন বনবাড়ীয়া বাজারস্থ দীঘলকান্দি পূর্বপাড়া শাবানা রোডস্থ জনৈক শামীম হোসেনের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হেতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপতার মাদক কারবারী সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানাধীন দীঘলকান্দি পূর্বপাড়া গ্রামের হাজী মোঃ জহর উদ্দিন শেখের ছেলে মোঃ জাকির হোসেন।

অভিযান পরিচালনা করেন র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল।

গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১০(ক) সারণীর ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজশাহীর সময়/এইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]