জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মোটরসাইকেল, ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে কোরবান আলী নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন।
শুক্রবার (০৬ মে) দুপুরে উপজেলার শিমুলতলী এলাকায় জয়পুরহাট-হিলি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কোরবান আলী জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের চক জগদিশপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, শুক্রবার দুপুরে পাঁচবিবি থেকে জয়পুরহাট অভিমুখী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত ৩ জনকে জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।