বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত-মৃত্যু বাড়ল


আন্তর্জাতিক ডেস্ক : , আপডেট করা হয়েছে : 04-05-2022

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত-মৃত্যু বাড়ল

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনার দাপট বেড়েছে। বুধবার (৪ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন এক হাজার ৮২৭ জন। একই সময় নতুন করে এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ২৭২ জন।

এর আগে মঙ্গলবার (০৩ মে) ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বে মারা যান এক হাজার ২৮৩ জন। একই সময় নতুন করে এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৭৪০ জন।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (০৪ মে) পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৪৫ লাখ ৬১ হাজার ২১৩ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৬৫ হাজার ৫৭০ জনে। আর মোট সুস্থ হয়েছেন ৪৬ কোটি ৯১ লাখ ১৯ হাজার ৮২৯ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৩২ লাখ ৪০ হাজার ১০১ জন। এ ছাড়া মোট মৃত্যু ১০ লাখ ২১ হাজার ৫৮১ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৮৮ হাজার ৪০১ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু ৫ লাখ ২৩ হাজার ৮৮৯ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৪ লাখ ৮২ হাজার ৪২৯ জন এবং মোট মৃত্যু ৬ লাখ ৬৩ হাজার ৭৬৫।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ২ কোটি ৮৭ লাখ ৫৭ হাজার ৭৬৫ জন। এর মধ্যে মৃত্যু ১ লাখ ৪৬ হাজার ২৬২ জন।

পঞ্চম স্থানে উঠে আসা জার্মানিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত ২ কোটি ৪৯ লাখ ৪৯ হাজার ৪০৩ জন। এর মধ্যে মৃত্যু ১ লাখ ৩৬ হাজার ১৮৩ জন।

আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, দক্ষিণ কোরিয়া অষ্টম, ইতালি নবম ও তুরস্ক দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৪২তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

রাজশাহীর সময় / জি আর


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]