রুশ আক্রমণে ধ্বংস মারিউপোল, শহর ছাড়ছেন বাসিন্দারা


রিয়াজ উদ্দিন: , আপডেট করা হয়েছে : 01-05-2022

রুশ আক্রমণে ধ্বংস মারিউপোল, শহর ছাড়ছেন বাসিন্দারা

ইউক্রেনের সাজানো শহর মারিউপোল প্রায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। তছনছ হয়ে গেছে একটা আস্ত শহর। এখন ছেলেমেয়ের হাত ধরে শহর ছেড়ে পালাচ্ছেন এখানকার বাসিন্দারা। ২০টি পরিবার শহর ছেড়ে ইউক্রেনের অন্য জায়গায় পাড়ি দিয়েছে। বাতাসে শুধু বারুদের গন্ধ। আকাশে চক্কর কাটছে বোমারু বিমান। লাগাতার আক্রমণ করেই যাচ্ছে রুশ সেনারা। 

রাষ্ট্রীয় উদ্য়োগে উদ্ধারকাজ শুরু হয়েছে মারিউপোলে। সেখানকার বাসিন্দাদের অন্য়ত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সরকারি সূত্র বলছে, ২০টি নয় প্রায় ২৫টি পরিবারকে সেখান থেকে ২২৫ কিলোমিটার দূরে ইউক্রেনের উত্তরপশ্চিমে অন্য় এক শহরে নিয়ে যাওয়া হয়েছে। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মারিউপোল শহরে বোমাবর্ষণ করছে রুশ বিমান। ইউক্রেনের দক্ষিণ-পূর্বে অবস্থিত ওই বন্দর শহরটি এখনও ঘিরে রেখেছে রুশ সেনারা। শহরে এখন সামান্যই খাদ্য ও জল অবশিষ্ট আছে। রাশিয়া ইউক্রেনকে হুমকি দিয়ে বলেছিল, অবিলম্বে মারিউপোল যেন আত্মসমর্পণ (করে। তাতে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেসচুক পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন ওই শহর আত্মসমর্পণ করবে না। রাশিয়া তাতে ফের গলা চড়িয়ে বলেছিল, যারা আত্মসমর্পণ করবে না, তাদের ‘কোর্ট মার্শালের চেয়েও গুরুতর শাস্তি’ দেওয়া হবে।

রুশ সেনার ঘেরাওয়ের মধ্যে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে মারিউপোল। শহরের চার লক্ষ বাসিন্দার মধ্যে এক বড় অংশ রুশ ভাষাভাষী। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী বলেছেন, মারিউপোলে আমাদের যে যোদ্ধারা রয়েছে, তারা অস্ত্রসমর্পণ করবে না। ফলে আক্রমণের তীব্রতা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। মারিউপোল দখল করতে পারলে কৌশলগত দিক থেকে অনেক সুবিধা হবে রাশিয়ার। সেক্ষেত্রে স্থলপথে রুশ সেনা পৌঁছে যাবে ক্রিমিয়ায়। ২০১৪ সালেই ওই অঞ্চলটি ইউক্রেনের থেকে কেড়ে নিয়েছিল রাশিয়া।

রাজশাহীর সময় / জি আর


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]