নন্দীগ্রাম উপজেলার কৃষক রওশন আলীর ভাষ্য, এবার ফসল ভাল হয়েছে। আশা করছি প্রতি বিঘায় ২৪ থেকে ২৮ মন জিরাসাইল ফসল উৎপাদন হবে।
কৃষক রওশন আরও বরাজশাহীর সময় / জি আররাজশাহীর সময় / জি আরলেন, এখন বাজারের ভেজা ধান ৯০০ থেকে ১০০০ টাকা। আর শুকনা ধান (জিরাসাইল) ১০০০ টাকা থেকে ১ হাজার ১০০ টাকা।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক এনামুল হক জানান, ইতোমধ্যে জেলার নন্দীগ্রাম উপজেলায় বোরো ধান কাটা-মাড়াই চলছে। তবে ঝড়-ঝঞ্জা ও শীলাবৃষ্টির আতংকে দিন কাটাচ্ছে কৃষক। অনেক ঝড়ো হাওয়া ও বৃষ্টির ভয়ে আগেই ধান কাটা শুরু করেছে। তবে আগামাী মাসের ১০ তারিখ থেকে পুরোপুরি বোরো ফসল কাটা শুরু হবে।
তিনি আরও বলেন, মানুষের জীবন মানের উন্নতি ঘটায় বগুড়ায় মোটা জাতের বোরো চাষ কমে গেছে। বগুড়ায় থেকে ধীরে-ধীরে বোরো মোট জাতের ধান বিলিন হতে চলেছে। তাই এই অঞ্চলে সরু জাতের বোরো উৎপাদন বেড়ে গেছে।