শাহজালালের টয়লেট থেকে ৪৬টি স্বর্ণের বার উদ্ধার


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 27-04-2022

শাহজালালের টয়লেট থেকে ৪৬টি স্বর্ণের বার উদ্ধার

হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের ৪৬টি স্বর্ণবার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বুধবার (২৭ এপ্রিল) সকালে বিমানবন্দরের টয়লেটের ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপ মোড়ানো ২ বান্ডেলে ৪৬টি স্বর্ণবার পাওয়া যায়। যার বাজারমূল্য চার কোটি ৭৫ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালানো হয়। সংস্থার শিফট ইনচার্জ উপ-পরিচালক মো. শাকিল খন্দকারের নেতৃত্বে কাস্টমস গোয়েন্দা দল এয়ারপোর্টের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। পরে সকাল সাড়ে ৮টার দিকে এয়ারপোর্টের ওয়াশরুমের ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপ মোড়ান দুটি বান্ডেল পাওয়া যায়। যেখানে ৪৬টি স্বর্ণবার ছিল। যার ওজন ৫ কেজি ৩৫৯ গ্রাম আর বাজারমূল্য ৪ কোটি ৭৫ লাখ টাকা।

এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে।

রাজশাহীর সময়/এ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]