শেষ দশকে মর্যাদা বৃদ্ধির বিশেষ ৪ আমল


ইসলাম ডেস্ক , আপডেট করা হয়েছে : 27-04-2022

শেষ দশকে মর্যাদা বৃদ্ধির বিশেষ ৪ আমল

মুমিনের জন্য ৪টি গুণ খুবই জরুরি। যা তাদের মর্যাদাকে বাড়িয়ে দেয়। রমজান ও মাসটির শেষ দশকে এ গুণগুলো মেনে চলার সর্বোত্তম সময়। আর তা পালনেও সহজ। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকে তা তুলে ধরেছেন। ৪টি গুণের মধ্যে দুইটি গুণের আমল করা আর দুইটি ছেড়ে দিতে হয়। তাতেই অনন্য মর্যাদা ও সফলতার পথ দেখাবে রোজাদার মুমিন মুসলমান। হাদিসে পাকে এসেছে-

হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘ঈমানের দুইটি শাখা-

১. লজ্জা-সম্ভ্রম ও

২. অল্প কথা বলা ।

আর মুনাফেকির দুইটি শাখা-

৩. অশ্লীলতা ও

৪. বাকপটুতা (বাচালতা)। (তিরমিজি, মুসান্নাফ ইবনে আবি শায়বা, মিশকাত)

রমজানের রোজা রেখে এবং ইতেকাফকারীরা আল্লাহর বিশেষ অনুগ্রহে একটু চেষ্টা করলেই এ আমলগুলো পালন করা সহজ হয়। মানুষ হয়ে ওঠে পরিপূর্ণ মুমিন।

এ হাদিসে লজ্জা ও অল্প কথা বলাকে ঈমানের শাখা বলা হয়েছে। আবার অশ্লীল কথা ও কাজ এবং বেশি কথা বলাকে মুনাফেকির শাখা হিসেবে ঘোষণা করেছেন বিশ্বনবি। হাদিসের ঘোষণা অনুযায়ী, ঈমানদার ব্যক্তির অন্য মর্যাদা ও সফলতা পেতে ৪টি কাজ করতে হবে। তাহলো-

১. সব সময় লজ্জা ও সম্ভ্রম রক্ষা করে চলা।

২. অল্প কথা বলা।

৩. অশ্লীল কথা ও কাজ থেকে বিরত থাকা।

৪. বেশি কথা না বলা।

যে কেনো মানুষের ব্যক্তিত্ব ও আত্ম-মর্যাদা রক্ষায় উল্লেখিত ৪ গুণ অর্জনের বিকল্প নেই। যারাই হাদিসের এ ৪টি কাজের উপর আমল করবে। আল্লাহ তাআলা তাদের দান করবেন দুনিয়া ও পরকালের অনন্য মর্যাদা ও সফলতা।

মুমিন বান্দার জন্য আরও ৪টি বিষয় স্মরণ রাখা জরুরি-

১. মুমিন যখন কথা বলে, তখন তা হবে মানুষের কল্যাণে বা মানুষকে বোঝানোর জন্য।

২. মুমিনের নীরব থাকে নিরাপদের থাকার জন্য।

৩. মুমিন একাকি থাকে, কোনো কিছু অর্জন করার জন্য।

৪. আর মুমিন মানুষের সঙ্গে মিশে কোনো কিছু শেখার জন্য।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, হাদিসের দিকনির্দেশনা অনুযায়ী জীবনের প্রতিটি মুহূর্ত অতিবাহিত করা। ঈমানদারের কথা বলা, নীরব থাকা, একাকি থাকা কিংবা কারো সঙ্গে চলাফেরা যেন হয় কল্যাণের জন্য। যার ফলে দুনিয়া ও পরকালে পাবে শান্তি সফলতা।

বিশেষ করে দুনিয়ার জীবনে যাবতীয় অশ্লীলতা ও খাবার কাজ থেকে বেঁচে থাকতে মহান আল্লাহর কাছে বেশি বেশি এ দোয়া করা-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ وَ الْاَدْوَاءِ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাক্বি ওয়াল আ’মালি ওয়াল আহওয়ায়ি, ওয়াল আদওয়ায়ি।’

অর্থ : হে আল্লাহ! নিশ্চয়ই আমি তোমার কাছে খারাপ (নষ্ট-বাজে/অশ্লীল) চরিত্র, অন্যায় কাজ ও কুপ্রবৃত্তির অনিষ্টতা এবং বাজে অসুস্থতা ও নতুন সৃষ্ট রোগ বালাই থেকে আশ্রয় চাই।’ (তিরমিজি)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

রাজশাহীর সময়/এ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]