চাঁদা না দেয়ায় দুই ঠিকাদারকে পিটিয়ে জখম, জনতা দিলো গণধোলাই


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 26-04-2022

চাঁদা না দেয়ায় দুই ঠিকাদারকে পিটিয়ে জখম, জনতা দিলো গণধোলাই

রাজশাহী চাঁদা না দেওয়ায় সাদ্দাম হোসেন ও শাওন নামের দুইজন টিকাদারকে মারপিট করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় আহত ঠিকাদার সাদ্দাম বাদি হয়ে নগরীর চন্দ্রিমা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এতে চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত দুইজনসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

ঠিকাদার ও অভিযোগ সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন ও শাওন নামের দুই ঠিকাদার রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। এসময় লালু, এমদাদুল হক, শান্ত ও নূরুজ্জামানসহ অন্তত ছয়জন ঈদকে কেন্দ্র করে সাদ্দামের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তারা সাদ্দামের ওপর এলাপাথাড়িভাবে মারধর শুরু করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রামেকের জরুরী বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছুটি দেন কর্তব্যরত চিকিৎসক। 

আহত ঠিকাদার সাদ্দাম জানায়, অনেক দিন ধরে লালু, এমদাদুল হক, শান্ত ও নূরুজ্জামানসহ ৬/৭ সাংবাদিক পরিচয়দানকারী ব্যক্তিরা রেলওয়ের বিভিন্ন অফিসে গিয়ে ধরণা দেয়। সেই সুবাধে তাদের সাথে মুখচেনাচেনি সম্পর্ক হয়। তাছাড়া মোটরসাইকেলে তেল কেনার জন্য বিভিন্ন সময় টাকাও চায় তারা। তাদের প্রায় ২/৪শত টাকা করে দিতেন ঠিকাদার সাদ্দাম। গত প্রায় ৭দিন ধরে তারা ঈদের জন্য নতুন বাইনা ধরেছে। তা হলো: তারা একটি প্রেসক্লাব পরিচালনা করে। ঈদের খরচ হিসেবে মোটা অংকের চাঁদা দিতে হবে।

এ নিয়ে মঙ্গলবার পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সামনে সাদ্দামকে দেখে তারা চাঁদা চায়। এক পর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এ সময় তারা সাদ্দামকে মারধর করে। ডিসকো ফকিরদের ছেড়ে দেয়নি সাধরন জনতা। তারাও দিয়েছে গণধোলাই। পরে সেখান থেকে পালিয়ে যায় তারা।

ঠিকাদার শাওন বলেন, এই ধরনের ডিসকো ফকির শহরে ভরে গেছে। বিভিন্ন উসিলায় ঠিকাদার ও বিভিন্ন দফতরের সরকারী কর্মকর্তাদের কাছে নানা ধরনের অজুহাত দেখিয়ে টাকা চাইছে। জাত পাতের ঠিক নাই। এমন সব পত্রিকার পরিচয় দেয়,  যা কোন এজেন্সি বা হকারের কাছে পাওয়া যায়না। এমন সব অনলাইন বা পত্রিকার কার্ড ঝুলিয়ে দাপটের সাথে সাংবাদিক পরিচয় দিয়ে ঘুরে বেড়ায়। তাতে করে সাংবাদিক সমাজকে কলঙ্কিত করছে এই সব নামধারীরা। 

জানতে চাইলে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরান আলী জানান, চাঁদার দাবিতে ঠিকাদার সাদ্দামকে মারধরের ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।জানতে চাইলে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরান আলী জানান, চাঁদার দাবিতে ঠিকাদার সাদ্দামকে মারধরের ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

রাজশাহীর সময়/এমজেড


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]