সিরাজগঞ্জে হত্যাকান্ডের ১৩ ঘন্টার মধ্যে মূল আসামী গ্রেফতার


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 24-04-2022

সিরাজগঞ্জে হত্যাকান্ডের ১৩ ঘন্টার মধ্যে মূল আসামী গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গায় মসজিদের ইমামের বেতন উঠানোকে কেন্দ্র করে হত্যাকান্ডের ১৩ ঘন্টার মধ্যে মূল মোঃ আকতার হোসেন(৩৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-১২।  

রোববার (২৪) রাত ২টায় রায়গঞ্জ ধানাধীন ধলজান গ্রাম হতে তাকে গ্রেফতার করা হয়।  

এসময় তাহার নিকট থাকা ব্যাক্তিগত মালামাল ১টি মোটর সাইকেল, ২টি মোবাইল ফোন এবং ১,৬৫০/- টাকা জব্দ করা হয়। 

গ্রেফতারকৃত আসামী সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চকমনোহরপুর গ্রামের মোঃ আমজাদ হোসেন সরকারের ছেলে মোঃ আকতার হোসেন।  

অভিযান পরিচালনা করেন র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর কাজী আলমগীর হোসেন, এসি এর নেতৃত্বে র‌্যাব-১২,’র সদর কোম্পানীর একটি চৌকস অভিযানিক দল।  

র‌্যাব জানায়, গত ২৩ এপ্রিল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চকমনোহরপুর মধ্যপাড়া জামে মসজিদের ইমামের বেতনের টাকা উঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিশংস ভাবে প্রতিপক্ষের হামলায় মোঃ খোরশেদ আলম(৫৫) গুরুতর জখম হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন। মসজিদের ইমামের বেতনের টাকা উঠানো নিয়ে সংঘর্ষ ও একজন মারা যাওয়ার ঘটনাটি এলাকায় জনগনের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে।

পরবর্তীতে মৃত মোঃ খোরশেদ আলম এর পরিবার উক্ত ঘটনায় জড়িত ও হত্যাকারীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (যাহার মামলা নং- ২১, তাং- ২৩/০৪/২০২২ ইং, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড)। মামলার পাশাপাশি উক্ত পরিবার র‌্যাব-১২ এর নিকট আসামী গ্রেফতারের জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজশাহীর সময়/এ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]