বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 21-04-2022

বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) মার্চ ২০২২ মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা ১১টায় বিএমডিএ সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রশীদ এর উপস্থিতিতে বরেন্দ্র কর্তৃপক্ষের কর্মকর্তা/ কর্মচারীদের সুস্থ্যতা কামনা করে পবিত্র কোরআন তেলায়াত শেষে দোয়ার মাধ্যমে মুল সভা শুরু হয়।

উক্ত সভায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেগম আখতার জাহান সভাপতিত্ব করেন।

তিনি সভায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিকট থেকে সেচ, বৃক্ষরোপণ ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। মাঠের সমস্যা ও তার সমাধানে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর গঠনমুলক ও বাস্তবসম্মত বক্তব্য শোনেন। তিনি মাঠ পর্যায়ের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

বিএমডিএর চেয়ারম্যান বেগম আখতার জাহান বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতির কারণে আমাদের কৃষক ভাইয়েরা কম খরচে ফসল উৎপাদন করতে পারছেন বলে আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছে। শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ তা নয় দেশকে আজ খাদ্য উদ্বৃত্ত পরিণত করেছে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিনিয়ত তার কর্মকর্তাদের নিয়ে কাজ করে চলেছে নিরলসভাবে মাঠ পর্যায়ে। 

এছাড়া তিনি আরও বলেন আসন্ন ঈদকে সামনে রেখে বরেন্দ্র উন্নয়ন পক্ষ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন যেন মাঠ পর্যায়ে কৃষকদের কোন সমস্যায় পড়তে না হয়। ঈদের সময় অনেকের ছুটি থাকবে কিন্তু কোন কারনে যদি সমস্যায় পড়ে কৃষক ভাই  তাহলে তাদেরকে তাৎক্ষণিক সেবা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন। 

মাসিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন বিএমডিএ অতি: প্রধান প্রকৌশলী মোঃ শামসুল হোদা, অতি: প্রধান প্রকৌশলী ড.মো আবুল কাসেম,  সচিব ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মো: নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব এ.টি.এম মাহফুজুর রহমান,নির্বাহী প্রকৌশলী জনাব শিবির আহমেদ,প্রকল্প পরিচালক প্রকৌশলী  জনাব মো শরিফুল হক, নির্বাহী প্রকৌশলী মো: জিন্নুরাইন খান সহ,  অনান্য জোনের অফিসারা জুম মিটিং এর সঙ্গে যুক্ত ছিলেন। 

এছাড়া মাসিক সভায় সংযুক্ত ছিলেন কর্তৃপক্ষের সদর দপ্তর ও মাঠপর্যায়ের অতিরিক্তপ্রকৌশলী , নির্বাহী প্রকৌশলী, উপ- ব্যবস্থাপক (কৃষি), মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ।

রাজশাহীর সময়/ এইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]