ইউক্রেনে আরও কামান পাঠানোর ঘোষণা বাইডেনের


নিউ ইয়র্ক প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 20-04-2022

ইউক্রেনে আরও কামান পাঠানোর ঘোষণা বাইডেনের

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনী বড় ধরনের অভিযান শুরুর পরদিন দেশটিতে আরও কামান পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে হামলা জোরদার করার পরদিন যুক্তরাষ্ট্র সময় গতকাল মঙ্গলবার জো বাইডেন সাংবাদিকদের এই কথা জানিয়েছেন। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ইউক্রেনে ৩২০ কোটি মার্কিন ডলার সমমূল্যের নিরাপত্তা অর্থাৎ সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গত ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ২৬০ ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে।

সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ‘আমরা এখন যা করছি প্রেসিডেন্ট শুরু থেকে সেটাই করে যাচ্ছেন। তিনি যা করছেন তা হলো ইউক্রেনের জনগণকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা, অর্থনৈতিক সহায়তা পাঠানো ও সমর্থন দিয়ে যাওয়া। এবং আমরা এটাই (ইউক্রেনকে সাহায্য করা) অব্যাহত রেখেছি।’

এর আগে গত বুধবার ইউক্রেনে আরও ৮০ কোটি ডলার সমমূল্যের অস্ত্র পাঠানোর ঘোষণা দেয় বাইডেন প্রশাসন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাইডেনের ওই ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্র ইউক্রেনে যেসব অস্ত্র পাঠাবে, এর মধ্যে ভারী অস্ত্রও থাকবে। পূর্ব ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য বড় ধরনের হামলার আগে এ ঘোষণা আসে।

ওই দিন ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়ে লিখিত বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমরা (ইউক্রেনে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে) বিরতি দিতে পারি না। আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে আশ্বস্ত করেছি, স্বাধীনতার জন্য লড়াইরত ইউক্রেনের সাহসী মানুষের পাশে আছে আমেরিকার জনগণ।’

রাজশাহীর সময়/এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]