বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি খারাপ হচ্ছে নিউ মার্কেট এলাকার। ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ থামছেই না।
মঙ্গলবার দুপুরে নূরজাহান মার্কেট ও চন্দ্রিমা সুপার মার্কেটে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এদিকে সকালে ঘটনা শুরু বেশ কয়েক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দফায় দফায় কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে।
এদিকে নূরজাহান ও চন্দ্রিমা সুপার মার্কেটে আগুন দেওয়ার খবরে ব্যবসায়ীরা ফের বিক্ষুব্ধ হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেছে। পুলিশও শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে। ঢাকা কলেজ, নূরজাহান মার্কেটের অংশ টিয়ার শেল ও কাঁদানে গ্যাসে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ।
টিয়ার শেল ও কাঁদানে গ্যাসে টিকতে না পেরে দৌড়ে সরে যেতে দেখা যায় শিক্ষার্থীদের। পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। থেমে থেমে গলি ও বিভিন্ন আবাসিক, একাডেমিক ও মার্কেটের ভবন থেকে পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যাচ্ছে।
রাজশাহীর সময়/এএইচ