চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।সে উপজেলার রহনপুর পৌরসভার পীড়াশন মহল্লার মাহা আলমের ছেলে তৌহিদ আলী(৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রহনপুর পৌরসভার পীড়াশন মহল্লার মাহা আলমের ছেলে তৌহিদ সোমবার সকাল ৯টার দিকে তার মাকে পুকুরে গোসল করার কথা বলে বাড়ির পাশের একটি খাস পুকুরে যায়।নিহত শিশুর মা ও তার ভাই শিশু তৌহিদকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে নামে সকাল ১১টার দিকে শিশুর মৃত্যু দেহ পায়।ওই সময়ে নিহত শিশুর চাচা মটরসাইকেল যোগে তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার (ওসি) তদন্ত সেলিম রেজা জানান, নিহত শিশুর খবর এখন পর্যন্ত আমরা পায়নি।তবে খোঁজ নিয়ে আপনাকে জানাতে পারবো।