বয়স বাড়লে কাজ মেলে না! ছক ভাঙছেন দক্ষিণীরা


তামান্না হাবিব নিশু: , আপডেট করা হয়েছে : 13-03-2025

বয়স বাড়লে কাজ মেলে না! ছক ভাঙছেন দক্ষিণীরা

দক্ষিণী অভিনেত্রীদের নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। তাঁদের মধ্যে কেউ পেয়েছেন ‘জাতীয় ক্রাশ’-এর তকমা, কারও আবার অক্ষিপল্লবে মুগ্ধ দর্শক। আবার কারও শরীরী হিল্লোলে ঢেউ ওঠে অনুরাগীদের মনে। এই অভিনেত্রীরা কেবল দক্ষিণী ছবিতেই নয়, বলিউডেও নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলছেন ক্রমশ। অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহলী অনুরাগীরা। এ বার দক্ষিণের পাঁচ অভিনেত্রীর আসল বয়স প্রকাশ্যে।

‘বাহুবলী’ খ্যাত অনুষ্কা শেট্টির অনুরাগীর সংখ্যা গুনে শেষ করা যাবে না। তাঁর সৌন্দর্যে কুপোকাত অনেকেই। অনুষ্কার ভাঁড়ারে রয়েছে অসংখ্য সফল ছবি। অভিনেত্রীর জন্ম ১৯৮১ সালের ৭ নভেম্বরে। অর্থাৎ অনুষ্কার বয়স এখন ৪৩।

দক্ষিণী বিনোদন দুনিয়ার অন্যতম অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ‘পুষ্পা’ ছবিতে ‘উ আন্তাভা’ গানে তাঁর লাস্যময়ী নাচ নিয়ে দর্শকের উন্মাদনা ছিল তুঙ্গে। আবার ‘ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজ়ে ভয়ঙ্কর সন্ত্রাসবাদীর চরিত্রে তিনি। ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন। ১৯৮৭ সালে ২৮ এপ্রিল জন্মেছিলেন অভিনেত্রী। সামান্থার বয়স এখন ৩৭।

পর পর বক্স অফিস কাঁপানো ছবি তাঁর ঝুলিতে। পেয়েছেন ‘জাতীয় ক্রাশ’-এর তকমা। রশ্মিকা মন্দানার হাসিতে ঘায়েল অনুরাগীরা। সমসাময়িক অভিনেত্রীদের তুলনায় বয়স কম হলেও বিনোদন দুনিয়ায় নিজের পাকাপাকি জায়গা করে ফেলেছেন অভিনেত্রী। ১৯৯৬ সালে ৫ নভেম্বরে জন্ম রশ্মিকার। তাঁর বর্তমান বয়স ২৮। এই মুহূর্তে ‘সিকন্দর’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত তিনি।

‘স্ত্রী ২’ ছবিতে তাঁর উপস্থিতি স্বল্পমেয়াদি। কিন্তু ‘আজ কি রাত’ গানে তাঁর লাস্যে মোহিত হয়েছেন অনুরাগীরা। সদ্য বিচ্ছেদ হয়েছে তমন্না ভাটিয়ার। তাই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা অনুরাগীমহলে। বর্তমানে তমন্নার বয়স ৩৫। ১৯৮৯ সালের ২১ ডিসেম্বরে জন্মেছিলেন তিনি।

‘মহানতি’ ছবির জন্য প্রশংসা কুড়িয়েছেন কীর্তি সুরেশ। বলিউডেও সফর শুরু করেছেন অভিনেত্রী। ১৯৯২ সালের ১৭ অক্টোবর জন্ম অভিনেত্রী। এই মুহূর্তে তাঁর বয়স ৩২।

তামিল, তেলুগু ছবির দুনিয়ায় গুরুত্বপূর্ণ নাম তৃষা কৃষ্ণন। অভিনয় দক্ষতা বার বার প্রমাণ করেছেন তিনি। ৪১ বছর বয়সি অভিনেত্রী জন্মেছিলেন ১৯৮৩ সালের ৪ মে।

দক্ষিণের চলচ্চিত্র জগতে ‘লেডি সুপারস্টার’ তকমা পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর অক্ষিপল্লবেও মুগ্ধ দর্শক। অভিনেত্রী নয়নতারা ১৯৮৪ সালের ১৮ নভেম্বর জন্মেছিলেন। বয়স এই মুহূর্তে ৪০।

প্রবাদ রয়েছে, মহিলাদের বয়স প্রকাশ্যে আনতে নেই। তবে সেই সব ছুতমার্গ অতিক্রম করে ফেলেছেন এই নায়িকারা। নায়কদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাফল্য বাড়ে। কিন্তু একটা সময় মনে করা হত, ৩০ পেরোলেই অভিনেত্রীদের সুযোগ কমতে থাকে। উপরে উল্লিখিত অভিনেত্রীদের প্রায় অধিকাংশই ত্রিশোর্ধ্ব। তাই সেই পুরনো ধারণা ভেঙে যে বিনোদন জগতে মহিলারাও এগিয়ে যাচ্ছেন, তা সহজেই অনুমেয়।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]