টসে জিতে ব্যাটিং এ নিউজিল্যান্ড


ক্রিড়া ডেস্ক: , আপডেট করা হয়েছে : 09-03-2025

টসে জিতে ব্যাটিং এ নিউজিল্যান্ড

পর্দা নামতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের। শিরোপা জয়ের লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ভারত।

রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। এই নিয়ে টানা ভারত ১৫ ম্যাচ এবং রোহিত ১২ ম্যাচে টস হারলেন। 

টুর্নামেন্টে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। গ্রুপ পর্বে টানা তিন জয়ের পর সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পা রাখে তারা। তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে রোহিত শর্মার দল। অপরিবর্তিত একাদশ নিয়ে ফাইনালে মাঠে নামছে ভারত। 

অন্যদিকে বেশ ছন্দে রয়েছে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে এই ভারতের কাছেই শুধু হেরেছিল কিউইরা। তবে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়ে ফাইনালে নাম লেখায় মিচেল স্যান্টনারের দল। ২৫ বছর ধরে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিততে না পারার আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ কিউইদের সামনে। সর্বশেষ ২০০০ সালে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড।

ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদ্বীপ যাদব, বরুণ চক্রবর্তী।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়োং, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, উইল ও'রুর্ক, নাথান স্মিথ। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]