চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আয়োজনে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে রহনপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভায় রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খান রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, জেলা পরিষদ সদস্য হালিমা খাতুন, সাবেক পৌর মেয়র তারিক আহমদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম,সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রেলবন্দর বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব ইয়াহিয়া খান রুবেল,যুগ্ন আহ্বায়ক সেরাজুল ইসলাম,সাবেক ছাত্রলীগ নেতা মুক্তাদির বিশ্বাস, ছাত্রলীগ নেতা মুরসালিন আলী প্রমূখ।
বক্তারা বলেন, রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দরের অবকাঠামো নির্মাণের দাবিতে ঈদের পরে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সভা শেষে ইফতার মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রাজশাহীর সময় / এম আর