রাজধানীর উত্তর বাড্ডায় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৬০) মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তর বাড্ডা ইবনে সিনা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে মারা যান তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় ইমন নামে এক যুবক উত্তর বাড্ডা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় এক বৃদ্ধ ইবনে সিনা হাসপাতালের সামনে দিয়ে রাস্তা পার হতে গেলে ওই মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গিয়ে ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি ১০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল সাদা পায়জামা-পাঞ্জাবি। ইমন নামের ওই যুবককে থানা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
রাজশাহীর সময় / এম আর