বাঙালিয়ানা সাজে বাংলা নববর্ষকে বরণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 14-04-2022

বাঙালিয়ানা সাজে বাংলা নববর্ষকে বরণ

'এসো হে বৈশাখ, এসো এসো' এ ধারাকে বুকে ধারণ করে বাংলা নববর্ষ ১৪২৯ কে বরণ করতে রহনপুর বাসি কিছুক্ষণের জন্য সেজেছিল বাঙালিয়ানা সাজে । রঙ বে রঙের পোশাক, গলায় গামছা,কেউবা টকটকে লাল শাড়ি পড়ে, কেউবা সাদা পাঞ্জাবি- পাজামা পরে, কেউবা হাতে গিটার নিয়ে, কেউবা একতারা বাজিয়ে এই আনন্দ-উৎসবে মেতে ওঠে।

বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় দেখা মিলল নানা বৈচিত্র্যময় পোষাকে শিশু কিশোরের দল,গরুর গাড়িতে ছিল কিষাণ-কিষাণীর, পালকিতে ছিল বর-বধু, ছিল ঘোড়া। আদিবাসীদের বর্ণিল সাজে অংশগ্রহণ সকলের দৃষ্টি কাড়ে। এমনটি আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রশাসন।

মঙ্গল শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহি অফিসার আসমা খাতুন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন সংগঠনের শিল্পী, কলাকুশলীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সর্বস্তরের জনগণ র‌্যালিতে অংশগ্রহণ করে। মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে রহনপুর পৌর এলাকা ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

দিবসের অন্য কর্মসূচিতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা। এছাড়া বেসরকারি সংস্থা ডাসকোর আয়োজনে কিছু সময়ের জন্য বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়।

রাজশাহীর সময়/ এম


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]