তুরস্কে হোটেলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ১০


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 21-01-2025

তুরস্কে হোটেলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ১০

তুরস্কে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জনেরও বেশি মানুষ। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি স্কি রিসোর্টের হোটেলে রাতের আঁধারে এই আগুন ছড়িয়ে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে। মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি স্কি রিসোর্টের হোটেলে আগুন লেগে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা ঘোষণা করেছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেছেন, বোলু প্রদেশের কার্তালকায়া রিসোর্টের ওই হোটেলের রেস্তোরাঁয় রাতে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আরও ৩২ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আগুন ছড়িয়ে পড়ার পর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং সংস্থার ২৭৭ কর্মী ঘটনাস্থলে গেছেন এবং আগুন নেভানোর প্রক্রিয়া এখনও চলছে।”

এদিকে তুর্কি নিউজ আউটলেট টিআরটি-এর সাথে কথা বলার সময় বোলুর গভর্নর আব্দুল আজিজ আইদিন জানান, ভোর সাড়ে তিনটার দিকে ১১ তলা হোটেলের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও দমকলকর্মীরা এখনও সেই আগুন নেভানোর জন্য কাজ করছেন।

অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে কর্তৃপক্ষ তদন্ত করবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া আগুন ছড়িয়ে পড়ার পর আতঙ্কে ভবন থেকে ঝাঁপ দেওয়ার পর দুজন মারা যান বলেও আয়দিন রাষ্ট্র পরিচালিত আনাদোলু বার্তাসংস্থাকে জানিয়েছেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের সময় হোটেলে ২৩৪ জন অতিথি ছিলেন।

টেলিভিশনের ছবিতে দেখা গেছে, হোটেলের ছাদ ও উপরের তলা আগুনে পুড়ে গেছে।

প্রসঙ্গত, বোলু প্রদেশের কার্তালকায়া হচ্ছে তুরস্কের প্রধান শীতকালীন পর্যটন গন্তব্যগুলোর মধ্যে একটি, স্কি মৌসুমে হাজার হাজার পর্যটক সেখানে ভ্রমণে যান। রিসোর্টটি ইস্তাম্বুল থেকে প্রায় ২৯৫ কিলোমিটার (১৮৩ মাইল) পূর্বে অবস্থিত।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]