বস’ বলেছিলেন, এক রাতের জন্য স্ত্রীকে তার কাছে পাঠাতে ৷ তাহলেই মিলবে প্রোমোশন ৷ এই কথা শোনার পর আর থাকতে পারেননি ওই কর্মী ৷ অপমানে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করলেন উত্তর প্রদেশের লখিমপুরের বিদ্যুৎ বিভাগের কর্মী গোকুল প্রসাদ (৪৫) ৷
গোকুল প্রসাদ উত্তর প্রদেশের বিদ্যুৎ বিভাগে লাইনম্যানের কাজ করতেন ৷ অভিযোগ, কাজের জায়গা অনেক দূরে হওয়ায় বসের কাছে নিজের অন্য কোথাও বদলি চেয়েছিলেন গোকুল প্রসাদ ৷ এর জন্য বেশ কয়েকবার আবেদন করেছিলেন তিনি ৷ কিন্তু এর উত্তরে বস যা বলেছেন, তা মেনে নিতে পারেননি ওই কর্মী ৷
দফতরের সামনেই নিজের গায়ে ডিজেল ঢেলে আগুন লাগিয়ে দেন তিনি। পুলিশ আত্মহত্যায় প্ররোচনার একটি মামলা দায়ের করেছে। গোকুলের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামী অবসাদের শিকার হন। তিনি ওষুধও খেতেন। ওঁকে আলিগঞ্জে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু সেখানে কাজ করতে যেতে সমস্যা হচ্ছিল বলে উনি বাড়ির কাছাকাছি বদলির আবেদন জানান। তখনই গোকুলকে বলা হয়, বদলি চাইলে একটা রাতের জন্য স্ত্রীকে পাঠিয়ে দাও ৷
রাজশাহীর সময় / এম আর