বিচ্ছেদে সিলমোহর দেন অর্জুন, নতুন প্রেমে মালাইকা!


তামান্না হাবিব নিশু: , আপডেট করা হয়েছে : 26-12-2024

বিচ্ছেদে সিলমোহর দেন অর্জুন, নতুন প্রেমে মালাইকা!

মালাইকা অরোরা এবং অর্জুন কাপুরের প্রেম একটা সময় ছিল বলিউডের হটকেক। দুজনের ঘনিষ্ঠ ছবি নিমেষে হত ভাইরাল। বয়সে ছোট অর্জুনের সঙ্গে মালাইকার মাখামাখি নিয়ে কম বিতর্ক তৈরি হয়নি। বেশ কয়েক বছর একসাথে থাকার পরে এই বছর আলাদা হয়েছেন দুজনে। অর্জুন একটি ছবির প্রচারমূলক অনুষ্ঠানে সিঙ্গল থাকার কথা স্বীকার করলেও মালাইকা অভিনেতার সঙ্গে ব্রেকআপ নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন। এবার ইটাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রেমিককে নিয়ে মুখ খুললেন মালাইকা। 

অর্জুন কাপুরের ভাইরাল 'আই অ্যাম সিঙ্গল' বিবৃতিটিকে তাঁর বিশেষাধিকার বলে অভিহিত করেছেন বলিউডের মুন্নী। যার মধ্যে অনেকেই কটাক্ষের সুর খুঁজে পেয়েছেন। মালাইকা বলেন, ‘আমি খুব ব্যক্তিগত ব্যক্তি, এবং আমার জীবনের কিছু দিক রয়েছে যা আমি খুব বেশি বিশদে বলতে চাই না। আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার জন্য কখনই কোনও পাবলিক প্ল্যাটফর্ম বেছে নেব না। তাই অর্জুন যা বলেছেন তা সম্পূর্ণ তাঁর অভিরূচি। আমি শুধু এটুকু বলতে চাই, হ্যাঁ, নানা কারণে বছরটা খুব কঠিন ছিল। আমি মনে করি যে বছরটিতে যা ঘটেছে তা ভুলে আমাদের সকলের এগিয়ে যাওয়ার সময় এসেছে। আমি নতুন বছর এবং আমার জীবনের নতুন শুরুর জন্য প্রস্তুত’।

'সিংঘম এগেইন'-এর প্রচারের সময় পাপারাৎজিদের বলেছিলেন, ‘আমি এখন সিঙ্গল’। এই বিবৃতির মাধ্যমে, অভিনেতা মালাইকা অরোরার সাথে তার ব্রেকআপ গুজবের সিলমোহর দিয়েছিলেন। 

২০১৮ সালে অর্জুন কাপুর ও মালাইকা অরোরা ডেটিং শুরু করেন। তবে প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা কথা বলেননি তাঁরা। অবশ্য ইনস্টায় নিয়মিত রোম্যান্টিক ছবি শেয়ার করতেন তাঁরা। ব্রেকআপের পরেও, যখন মালাইকার সৎ বাবা আত্মহত্যা করেন, অর্জুন কাপুর ছুটে গিয়েছিলেন। কঠিন সময়ে প্রাক্তন প্রেমিকাকে আগলে রেখেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ শামানিকে অর্জুন কাপুর বলেন, ‘জীবনের কোনও এক দৃষ্টান্তে না গিয়েও বলতে চাই, খুশি, জাহ্নবীর সঙ্গে যা হয়েছে (শ্রীদেবীর মৃত্যু) সেটার মধ্যে একটা সহজাত প্রবৃত্তি ও তাড়না কাজ করে। এক্ষেত্রেও একটা সহজাত প্রবৃত্তি ও প্রবৃত্তি আছে। আমি যদি কারও সাথে মানসিক বন্ধন তৈরি করি তবে আমি ভাল এবং খারাপ নির্বিশেষে সেখানে থাকব ... আমি এমন কেউ নই যে সবার জন্য এটি করছি। আমি যদি কারও সাথে আবেগ অনুভব করি তবে সেই আবেগ সারা জীবন থাকবে।’ 

মালাইকা এবং অর্জুন ২০১৮ সালে ডেটিং শুরু করেছিলেন। এরপর থেকেই মালাইকার ডিভোর্সি তকমা, বয়সের ফারাক নিয়ে লাগাতার ট্রোল হয়েছেন অর্জুন। চলতি বছরের গোড়া থেকেই দুজনের মধ্যে তৈরি দূরত্বের কথা সামনে আসছিল।

ওদিকে অর্জুনের সঙ্গে ব্রেকআপের মাস ঘুরতে না ঘুরতেই মাথাচাড়া দিয়েছে মালাইকার নতুন প্রেমের জল্পনা। চর্চা, ফ্যাশন স্টাইলিস্ট রাহুল বিজয়ের সঙ্গে প্রেম করছেন মালাইকা।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]