সা’দ পন্থীদের গ্রেফতার ও দৃষ্টামূলক শাস্তির দাবিতে লালপুরে বিক্ষোভ মিছিল


লালপুর(নাটোর)প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 26-12-2024

সা’দ পন্থীদের গ্রেফতার ও দৃষ্টামূলক শাস্তির দাবিতে লালপুরে বিক্ষোভ মিছিল

সন্ত্রাসী সা’দ পন্থীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিষিদ্ধের দাবিতে নাটোর লালপুরে  মানববন্ধন ও প্রতিবাদ সভা সহ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সর্বস্তরের ওলামায়ে কেরাম, মুবাল্লীগে দ্বীন ও তৌহিদি জনতা এর আয়োজনে রেলগেট সংলগ্ন গোপালপুর বাজার নর্থ বেঙ্গল সুগার মিলস্ সড়কের এক পাশে ফেস্টুন ও ব্যানার নিয়ে দাড়িয়ে সর্বস্তরের ওলামায়ে কেরামগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গোপালপুর বাজার হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাপ্ত করা হয়। 

এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বারকলিপি পেশ করেন ওলামায়ে কেরামগণের প্রতিনিধিরা। 

কর্মসূচিতে অংশগ্রহণ করেন নাটোর জেলা জেফাজত ইসলাম এর সহ-সভাপাতি হযরত মাওলানা খাবরউদ্দীন, জেলা জেফাজত ইসলাম এর কার্যকরী সম্পাদক হযরত মাওলানা আ: জলিল, নাটোর জেলা তাবলীগ জামাত শুরা হযরত মাওলানা আবুল কালাম আজাদ, আব্দুলপুর কওমী মাদ্রাসার মুহাতামীম মুফতি অলি আহমাদ, লালপুর বাজার জামে মসিজদের খতিব হযরত মাওলানা জিয়াউর রহমান, নবীনগর কওমী মাদ্রাসার মুহতামীম হযরত মাওলানা সাখাওয়াত হোসেন, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন লালপুর শাখার সভাপতি সাইদুজ্জামান লিটন, মোহরকয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডক্টর ইসমত আলী প্রমুখ।  


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]