নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়ন ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আড়বাব ইউনিয়ন পরিষদ চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
নাটোর জেলা ছাত্রদলের পাঠাগার বিষয়ক সম্পাদক ও লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ আহমেদ তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক বিদ্যুৎ । এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান আরিফ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিব আহমেদ।
বক্তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর হাতকে শক্তিশালী করতে হলে উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে গড়ে তুলার আহ্বান জানান।