পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ


অনলাইন ডেস্ক : , আপডেট করা হয়েছে : 23-12-2024

পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদারীপুরের শিবচর উপজেলায় পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামী বিরুদ্ধে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা দিকে শিবচর উপজেলা সন্ন্যাসীচর ইউনিয়ন দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্মৃতি রানী মন্ডল (৩০) শিবচর উপজেলা উমেদপুর ইউনিয়ন চরকমলাপুর গ্রামের বৃন্দাবন মন্ডলের মেয়ে।

এঘটনার পরে অভিযুক্ত স্বামী রিনয় মালো পলাকত রয়েছে। নিহতের পরিবার ও স্থানীয় লোকজন জানান, স্বামীর পরকীয়া নিয়ে স্মৃতি রানী মন্ডল ও রিনয় মালোর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। সোমবার সকালে পারিবারিক কলহ ও পরকীয়া জের ধরেই স্ত্রীকে পিটিয়ে আহত করা হয়। পরে সে অবস্থায়ই স্মৃতিকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন স্বামী রিনয় মালো। পরে স্থানীয় লোকজন স্মৃতি রানী মন্ডলকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করে। এই ঘটনা স্বামী ও শ্বশুর বাড়ি লোকজন পলাতক রয়েছে।

 এব্যাপারে নিহতের পিতা বৃন্দাবন মন্ডল বলেন, ‘রিনয় পাশের বাড়ীর এক মহিলার সাথে প্রেম-ভালোবাসা করতো। যে কারণে মাঝে মাঝেই আমার মেয়ের সাথে ঝামেলা হতো। গেলো সকালেও আমার মেয়েকে প্রচÐ মারধর করেছে। যে কারণে আমার মেয়ের মৃত হয়েছে। তারপরেও মৃত লাশকে ফ্যানের সাথে ঝুলাইয়া আত্মহত্যার নাটক করেতে চাইছিল। কিন্তু তার আগেই লোকজন দেখে আমার মেয়েকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে আমার মেয়ে শেষ। আমি হত্যার বিচার চাই।’

স্থানীয়দের বরাত দিয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখতার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় স্মৃতি রানী মন্ডল মরদেহ উদ্ধার করে। মরদেহের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]