ভারতের সাথে চুক্তি সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর


অনলাইন ডেস্ক : , আপডেট করা হয়েছে : 23-12-2024

ভারতের সাথে চুক্তি সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর

ভারতের সাথে চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন ইস্যু নিয়ে করা চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কলামিস্ট ফরহাদ মজহার।  তিনি বলেন বন্দরে কথায় কথায় বিদেশীদের ডেকে আনতে হবে কেন? আমাদের বন্দর আমরা নিজেরাই চেষ্টা করি। আমরা একটা কৌশলপত্র প্রণয়নের কাজে হাত দিয়েছি। নিজেরাই এটা সম্পন্ন করে সরকারকে দিবো।

সরকারের নৌ উপদেষ্টা আমাদের প্রিয়জন, উনি আমাদের পরামর্শকে গুরুত্ব দিবেন আশা করছি। তিনি সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ।

ফরহাদ মজহার বলেন, ভারত, চীন ও মিয়ানমার আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। ভারত যদি আমাদের মিত্র দেশই হতো তবে তারা আলাদা দেশ না থেকে একত্রেই থাকতো। কিন্তু বাস্তবতা হলো, ভারতসহ যে কোন দেশ আমাদের  শত্রুদেশে পরিনত হতে পারে। ভারতকে যে দিনই চট্টগ্রাম বন্দর দিয়ে কানেক্টেভিটি দেয়া হলো সে দিনই আমরা এই বন্দরের উপর সার্বভৌমত্ব হারিয়েছি । সুতরাং সবার বুঝতে হবে, ভারত যত কম শুল্কে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারে সেই চেষ্টাই করবে, এটা হতে দেয়া যাবেনা।

চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেজর (অব.) আহমেদ ফেরদৌস,  নিরাপদ নৌপথ আন্দোলনের সদস্য সচিব আমিন রসুল বাবুল চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক পাঠাগার সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]